আমরা যারা নব্বইয়ের দশকের ছেলেমেয়ে তাদের কাছে চাচা চৌধুরী মানেই এক লিজেন্ড। যেকিনা তার বুদ্ধি দিয়ে সকল সমস্যার সমাধান করে ফেলেন নিমিষেই। চাচা চৌধুরী সহ আরো অনেক কমিক আমাদের সময়ে জনপ্রিয় ছিল। নেটে খুজলেই হয়তো অনেকগুলোরই পিডিএফ পাওয়া যাবে তবে সেই কাগুজে মজাটা পাওয়া যায় না। তাই আমি কিছু ছোট ছোট গল্প শেয়ার করছি যা আপনাকে আনন্দ দিবে। একটু হলেও পুরানো কথা মনে করিয়ে দিবে। পিংকি, চাচা চৌধুরী, সাবু, রাকা, টিনটিন সবাই ভাল থাকুক।
#আমার ব্লগে আপনার যেকোন লেখা প্রকাশ করতে চাইলে ইমেইল করতে পারেন। ফ্রি ব্লগ দেখে নাক সিটকাবেন না। এটা অনেক সখের জিনিশ।
ইমেইলঃ shuvo.jahi@gmail.com
Comments
Post a Comment