বিকেলের হাল্কা নাস্তা না হলে আমাদের চলেই না। রাতের খাবারের আগে ক্ষুধা নিয়ন্ত্রন করতে বিকেলে নাস্তা চাই ই চাই। আমরা অনেক সময়েই এই নাস্তা হিসেবে ভাজাপোড়া বা ফাস্টফুড কিনে খাই যা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারন হতে পারে।
আর পুষ্টিকর এবং মুখোরোচক নাস্তা হিসেবে এইসব খাবারের বিকল্প হতে পারে সবজী নুডলস। খুব সহজেই যেকোন সবজীর সাথে সহজেই বাসায় তৈরিকৃত এই খাবারটি ছোট বড় সকলের জন্যই আদর্শ বিকেলের নাস্তা হতে পারে।
Vegetable Noodles |
আর পুষ্টিকর এবং মুখোরোচক নাস্তা হিসেবে এইসব খাবারের বিকল্প হতে পারে সবজী নুডলস। খুব সহজেই যেকোন সবজীর সাথে সহজেই বাসায় তৈরিকৃত এই খাবারটি ছোট বড় সকলের জন্যই আদর্শ বিকেলের নাস্তা হতে পারে।
Comments
Post a Comment